চট্টগ্রাম নগরী থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই ব্যক্তি খুন হয়েছেন।
ডবলমুরিং জোনের সহকারি কমিশনার এবিএম ফয়জুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে নীল রঙে শার্ট এবং চেক লুঙ্গী রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব