রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেজাউল জেলার দুর্গাপুর উপজেলার শালঘোরিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। শনিবার বেলা ১১টার দিকে বিদ্যুতায়িত হয়ে মারা যান রেজাউল।
রেজাউলের চাচাতো ভাই মনিরুল ইসলাম (৩০) জানান, রেজাউল বাড়ির বিদ্যুতের বোর্ডে প্লাগ ঢুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রেজাউল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। শালঘোরিয়া মোড়ে তার সবজির দোকান রয়েছে। রেজাউলের মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম।
বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/মাহবুব