ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গাজীপুর জেলা আওয়ামী লীগের জনসভা স্থগিত করা হয়েছে। শনিবার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকার কথা ছিল।
এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান বলেন, জনসভার কারণে ছেলে-মেয়েদের পরীক্ষার যাতে কোন অসুবিধা না হয় সেজন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ আজকের জনসভা স্থগিত করেছে। পরে যে কোন সময় জনসভার আয়োজন করা হবে।
উলেখ্য, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আজকে মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের জনসভার কারণে গণবিজ্ঞপ্তি ছাড়াই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/আরাফাত