গুলেন ব্যারি সিনড্রোম (জিবিএস) রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী নারায়ণগঞ্জের কলেজ ছাত্র মো. ফয়সাল আহমেদ। ফয়সাল স্থানীয় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি এ রোগে ভুগছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর ৫নং বেডে চিকিৎসাধীন আছে। ফয়সালকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার পরিবার।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তার স্বজনরা জানিয়েছেন, ফয়সালকে সুস্থ করতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। দিনমজুর পিতার পক্ষে তার চিকিৎসার জন্য এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের সকল স্তরের মানুষ এবং বিত্তবানদের সহযোগিতা চাওয়া হচ্ছে।
'গুলেন ব্যারি সিনড্রোম' এর মূল কারণ জীবাণু হলেও প্রকৃতপক্ষে জীবাণু-প্রতিরোধী ইমিউন সিস্টেমের অস্বাভাবিক আচরণের ফলে এই রোগের সৃষ্টি হয়। এই রোগ হলে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে সারা শরীরে দুর্বলতা দেখা দিতে পারে এবং একপর্যায়ে হাতের আঙুল নড়াচড়ার সামর্থ্যও হারিয়ে যায়। টানা বছরখানেকের বেশি চিকিৎসায় রোগী আরোগ্য লাভ করে। তবে কিছু ক্ষেত্রে দুর্বলতা সারা জীবন থেকে যায়। এমনকী ৫ থেকে ৬ শতাংশ ক্ষেত্রে রোগী মারা যায়।
ফয়সালকে সাহায্য পাঠানোর ঠিকানা: মুহাম্মদ মিনহাজুল আবেদীন, সঞ্চয়ী হিসাব নং- ১০৫১০১১৪৯০২২, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড: বৈদেশিক বাণিজ্যিক শাখা, মতিঝিল, ঢাকা। মোবাইল নম্বর: আবুল কালাম ০১৮২৩৫০৭৭৩০, বিকাশ নম্বরঃ ০১৬৭০৫০১১১৭ (ব্যক্তিগত)
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/হিমেল