সিলেটে জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে সিলেট অফিস।
সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনীতিবীদদেরও সরব উপস্থিতি ছিল। রাজনীতিতে মতপার্থক্য আর নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রিয় টিভি চ্যানেলের জন্মদিনে এসে সকল ভেদাভেদ ভুলে যান তারা। কেক কেটে তারা প্রিয় চ্যানেলের জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আবদুল জব্বার জলিল, সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/আরাফাত