সীতাকুন্ডের ৩টি ইউনিয়নের ৪৬ হাজার ১৪৫ জন শিশুকে টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস। আজ বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন আজিজুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী দিনে সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পল্লীতে ১২৩ শিশুর মধ্যে ৮৪ জন শিশুকে এবং দক্ষিন সোনাইছড়ি ইউনিয়নের ৯০ জন শিশুর মধ্যে ৪৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইপিআই সদর দপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ শামসুজ্জামান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ফিল্ড সার্ভিস) ডা. জিআর এম মোকসেদুর রহমান, সীতাকুন্ড উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমর্কতা ডা. এসএম নুরুল করিম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সীতাকুন্ড মধ্যম সোনাইছড়ি বীরেন্দ্র ত্রিপুরার বাড়িতে ৬ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হক এ কার্যক্রম উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার