রাজধানীর মিরপুরে বেপরোয়া বাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত সেই মটরসাইকেল আরোহীর নাম উজ্জ্বল হোসেন বিপ্লব (২৪)।
রবিবার সকাল ৯টার দিকে মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল রাজশাহী জেলার পুটিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের হযরত প্রামাণিকের ছেলে
মৃতের স্ত্রী মেরিনা আক্তার জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হন বিপ্লব। পথে ইস্টার্ন হাউজিং এলাকায় একটি বেপরোয়া বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন বিপ্লব।
তৎক্ষণাৎ পথচারীরা তাকে গুরুতর আহতাবস্থায় নিকটস্থ সেলিনা হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে পরিবার তাকে সেখান থেকে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, "গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। বিপ্লবের ময়না-তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ তাফসীর