চট্টগ্রামে ভাগ্নের হাতে খুন হয়েছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। রবিবার ভোরে নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ওই এলাকার মজলিশ মিয়ার ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওয়ালি আকবর বলেন, পারিবারিক বিষয়ে নিয়ে শনিবার রাতে মামা সিরাজুল ইসলামের সঙ্গে ভাগ্নে মোহাম্মদ হোসেনের বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে ভাগ্নে ছুরি দিয়ে মামাকে কোপায়। এতে মামা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে ভাগ্নে হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৭/আরাফাত