রাজধানীর মিরপুর পূর্ব মনিপুর এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে সাদিয়া ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া স্থানীয় মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
সাদিয়ার বাবা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম শাহিন জানান, সন্ধ্যার দিকে সাদিয়া নয়তলার ওই বাসার ছাদে যায়। ছাদের চারপাশে রেলিং থাকা সত্ত্বেও সে নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে আল হেলাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৭/মাহবুব