সিলেটে চুরি করা ছয় লাখ টাকার মালামালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোহাগ আহমদ (২৯) নামের ওই যুবক সুনামগঞ্জের হাসন নগরের জয়নাল আহমদের ছেলে।
রবিবার গভীর রাতে নগরীর একটি মার্কেট থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ছয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে নগরীর কোতোয়ালী থানার সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীর জানান, সিলেট নগরীর তালতলাস্থ এক শো-রুম থেকে রবিবার রাতে বেশ কয়েকটি স্মার্টফোন, ল্যাপটপ, চার্জার লাইটসহ বিভিন্ন ধরনের প্রায় ছয় লাখ টাকার মালামাল চুরি হয়। সেদিন রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়।
তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সোহাগ আহমদকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/আরাফাত