চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত যুবলীগ কর্মী কাকন মল্লিকের (২৫) মৃত্যু হয়েছে। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রবিবার রাতে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তিনি মোহরা এলাকায় বাসিন্দা নেপাল মল্লিকের ছেলে। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কাকন ডেকোরেটার্সের কাজ করতেন।
পরিবারের বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, গত রবিবার ছুরিকাঘাতে কাকন মল্লিক গুরুতর আহত হন। তার বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার কিছু যুবকের সঙ্গে কাঁকনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে গত রবিবার কাঁকনকে তারা ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাঁকন মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার