কারাগারে বন্দিদের প্রতি মানবিক আচরণ করার জন্য কারারক্ষীদের নির্দেশনা দিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৫১তম ব্যাচে নতুন নিয়োগপ্রাপ্ত কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
কারা মহাপরিদর্শক বলেছেন, কারাগারে বন্দীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। মানবিকতার মাধ্যমেই তাদের সংশোধনের সুযোগ দিতে হবে।
তিনি বলেন, বন্দীদের নানা ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সংশোধনে কাজ করে যাচ্ছে কারা অধিদফতর। সবার আগে সংশোধন, এই কথাটি কারারক্ষীদের মাথায় রাখতে হবে। কারাগারের ভেতরে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কারারক্ষীদেরই ভূমিকা পালন করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে অন্যান্য সংস্থার মতো কারা অধিদপ্তরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এজন্য সরকার কারা ব্যবস্থাপনার উন্নয়নে আরও ৯টি কারাগার নির্মাণ করছে। রাজশাহীতেও নির্মাণ করা হচ্ছে কারা প্রশিক্ষণ অ্যাকাডেমি।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে কর্মকর্তাদের নিয়ে তিনি এ উপলক্ষে কেক কাটেন। এ সময় কারা অধিদফতরের রাজশাহী বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আলতাফ হোসেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, জেল সুপার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম