হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে স্বর্ণবারগুলো কালো স্কসটেপ মোড়ানো দু’টি বান্ডেলে লুকানো ছিল।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাইদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল থেকে ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্বার করা হয়েছে। যার মধ্যে ছিল এক কেজি ওজনের একটি, ৫শ গ্রাম ওজনের একটি এবং ২শ গ্রাম কাটা টুকরার একটি বার। এর মোট ওজন ১ কেজি ৭শ গ্রাম। ধারণা করা হচ্ছে কাস্টমসের নজরদারিতে স্বর্ণ পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারি স্বর্ণ টয়লেটে ফেলে গেছে। উদ্ধার করা স্বর্ণবারের মূল্য ৮৫ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার