বরিশালে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে জেলা যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
পরে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন বিএনপি ও যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ।
পরে প্রেসক্লাবের হলরুমে মহানগর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিবর রহমান সরোয়ার। এছাড়া মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল কারাবরনকারী নেতাদের সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল