চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ট্রাক চাপায় মাকসুদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ খুলশী থানা এলাকার ষোলশহর-বায়েজিদ বোস্তামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম নগরীর শেরশাহ এলাকার বাসিন্দা সাবেক এক সেনা সদস্যের স্ত্রী।
খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, রিকশাযোগে দুই নম্বর গেইট থেকে বাসায় যাচ্ছিলেন মাকসুদা। এসময় পেছন থেকে একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী। ঘাতক ট্রাকটি দ্রুত চলে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার