বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রবিউল হক জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল