রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে আজ সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন।
আজ ৭ মেয়র প্রার্থীসহ নগরীর ৩৩টি ওয়ার্ডের ২১১ জন সারাধণ কাউন্সিলর ও ৬৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এদিকে নির্বাচনে ১৯৩ ভোট কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বাকি ২০টিকে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেবে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলেও এখনো নির্বাচন কমিশনের কোনো আদেশ আসেনি।
আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হিট হয়ে গেছে ২২ নভেম্বর। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের পর হিট রানে টিকে যাওয়া প্রার্থীরাই এখন মূল প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন। আজ প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ঘরোয়াভাবে প্রচারণা চালাচ্ছিলেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্যদিয়ে নগরজুড়ে ছড়িয়ে পড়বে নির্বাচনী উত্তাপ।
এ সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল