চট্টগ্রামের অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল বলেন, আমাদের ধর্মঘট চলছে। সোমবার আমাদের আগ্রাবাদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আমরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেব।
তিনি আরও বলেন, রবিবার রাতে মেয়র আ জ ম নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি। উনি বলেছেন সমস্যা নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেবেন। এখন নগরবাসীর কষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের নানান পরীক্ষা চলছে। ধর্মঘট স্থগিত করে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
এর আগে পুলিশি হয়রানি বন্ধ, অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট শুরু করে চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ