চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার সবজি ব্যবসায়ী। সোমবার ভোরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু'জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের শাহাপুর গ্রামের জীবন গাজী বাড়ির মৃত ইজ্জত আলীর ছেলে রব মিয়া (৫০) ও চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের তেওনাই গ্রামের আব্দুল হকের ছেলে ছিদ্দিকুর রহমান (৫২)।
খোশবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত