চট্টগ্রামে সরকারি মহসিন কলেজের সায়েন্স ফ্যাকাল্টি ইউনিটে শিবিরের সভাপতি সাজ্জাদ হোসাইনকে (২২) নগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। সাজ্জাদ মহসিন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
সোমবার দুপুরে নগরীর বিবিরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) নিজাম উদ্দিন।
তিনি বলেন, তার বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন অভিযোগ আছে, মামলাও আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ০৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান