চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মনিরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বন্দরনগরীর চকবাজার থানার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করা হয়। পরে তার বাসা থেকে ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া মনির নগরীর অন্যতম সেরা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার