চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় পাইকারি মোকাম নগরের নতুন ফিশারিজঘাটে অভিযান চালিয় ২৫ কেজি পচা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। আজ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন।
অস্বাস্থ্যকর পরিবেশে মাছ রাখা ও পচা মাছ বিক্রির অপরাধে এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জব্দ করা মাছগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক মো. আশওয়াদুল আলম উপস্থিত ছিলেন। অভিযানে নগর পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের আড়ত ফিশারিঘাটে অভিযান পরিচালনা করে ২৫ কেজি পচা মাছ জব্দ করা হয়েছে। পচা মাছ বিক্রির অপরাধে এক বিক্রেতাকে জরিমানাও করা হয়েছে। জব্দ মাছগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মোবিন জানান, নতুন ফিশারিজঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিক্রির জন্য প্রস্তুত করে রাখা ২৫ কেজি গলিত পচা চিংড়ি জব্দ করা হয়। পাইকারী বিক্রেতা মোহসীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ ও মাছজাত দ্রব্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৩ এর ভিত্তিতে এ দণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার