চট্টগ্রাম নগরীতে নিখোঁজের ৩১ ঘণ্টা পর অপহরণকারীদের কবল থেকে মুনতাসির জাহিদী (৯) নামে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ সময় সাজ্জাদ হোসেন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। আজ সন্ধ্যায় কর্ণফূলী থানার শিকলবাহা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছেন বলে জানান র্যাবের চট্টগ্রাম জোনের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
তিনি বলেন, রবিবার বেলা ১১টার দিকে নগরীর আলকরণ থেকে শিশুটিকে অপহরণ করা হয়। এরপর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওইদিন সন্ধ্যার মধ্যে টাকা না দিলে ২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে হুমকি দেওয়া হয়। আজ এক অভিযানে অপহরণকারী সাজ্জাদকে আটকের পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার