রাজশাহী চুলার আগুন পেট্রোমা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি গ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, গ্রিজ তৈরি করতে চুলার উপর তেল দেওয়া হয়েছিল। এসময় হঠাৎ করে চুলা থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম