রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকায় মোবাইল ফোন অ্যাক্সেসরিজের একটি দোকানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার ‘মোবাইল মিউজিয়াম’ নামে একটি দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দোকানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলসহ অ্যাক্সেসরিজ পুড়ে গেছে।
এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দোকানের লোকজন।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম