চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুন্ডের বড় দারোগাহাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চারিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃরা হলো মো. নূর আলম (৫০) ও মো. মেহেদী হাসান (১৯)।
আজ এ অভিযান চলে বলে জানান র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান। তিনি বলেন, অভিযানের পর ট্রাকটি আটক করা হয়। তবে ফেনসিডিল উদ্দারের ঘটনায় মামলা দায়েরে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার