সিলেটে জুয়েল আহমদ (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় ওই ছাত্রকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক।
জুয়েল নগরীর খাসদবির এলাকার আব্দুল লতিফের ছেলে ও আম্বরখানা রয়েল এমসি একাডেমির একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা দিয়ে যাচ্ছিলেন জুয়েল। এ সময় সিলেট এমসি কলেজের ছাত্র ফাহিম, মাছুম, কামাল, রাশেদ, জুনেদ ও রায়হানসহ কয়েকজন যুবক জুয়েলের ওপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত জুয়েলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নগরীর কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, জুয়েলের অবস্থা আশঙ্কামুক্ত। সে হাসপাতালের ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন। ঘটনার ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব