বর্তমান সরকার শিশুদের লাইব্রেরি মুখী করতে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত বিয়োন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঐক্যবদ্ধভাবে মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি, বাংলাদেশের অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রিশন এ্যান্ড এডুকেশনের অফিস ডিরেক্টর ক্যারল ভাসকুয়েজ এবং আইরেক্স এর রিজিওনাল ডিরেক্টর আরি কার্টজ।
কর্মশালায় স্বাগত বক্তৃতা প্রদান করেন সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. ইশতিয়াক মান্নান।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম