চট্টগ্রাম নগরীতে ৪৭০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার ভোরে নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫), টেকনাফের আনোয়ারা বেগম (৪৫), গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালোকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল। আনোয়ারা এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/আরাফাত