ভিয়েতনামের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৭০) রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ধানমণ্ডি থানায় একটি জিডি দায়ের করা হয়েছে (জিডি নম্বর-২১৩)। ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডি দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল লতিফ জানান, সোমবার বিকাল ৫টায় ধানমণ্ডির ৯/এ রোডের ৮৯ নম্বর বাড়ির ২/এ নম্বর ফ্ল্যাট থেকে মারুফ জামান বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করে মারুফ জামানের কোন অবস্থান নিশ্চিত না করতে পেরে মঙ্গলবার সকালে থানায় জিডি দায়ের করে তার পরিবার। মারুফ জামানের সর্বশেষ অবস্থান ছিল সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে কাওলা, দক্ষিণখান এলাকায়। এরপর থেকেই তার আর কোন অবস্থান মেলেনি।
মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৭৩ সালে সেনা কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে আত্মীকরণ হন। সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর