শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৬৬ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টায় মোহাম্মদ দাউম (৩৫) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টম হাউস সূত্র জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক সিগারেটের মূল্য প্রায় ৮ লাখ টাকা। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব