রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকায় রিকশা গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার রাত সোয়া ১০টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন