রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত কয়েকটি ছুরি উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম।
তিনি বলেন, আটকদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মোবাইলসহ ছিনতাই করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/মাহবুব