দেশের অর্থনীতিসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত শিল্পায়ন নিশ্চিতে কারিগরি শিক্ষার বিকাশ ও প্রসার ঘটানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে অবিস্থিত আইডিইবি ভবনে অনুষ্ঠিত ‘বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ও ১৩তম কাউন্সিল অধিবেশন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য রূপকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রকৌশলীরা হচ্ছেন শিল্পায়নের মূল কারিগর। তাই দেশকে পরিকল্পিতভাবে শিল্পায়নের দিকে নিয়ে যেতে হলে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ও উন্নত করতে হবে।
বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিআইসির পরিচালক মোহাম্মদ শাহিন কামাল, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ, বিসিআইসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক কাজী আহসান সাদাত প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম