এ্যাপোলো হসপিটালস ঢাকায় প্রথমবার 'অ্যাওয়েক ব্রেন সার্জারি' সম্পন্ন হয়েছে। গত ৩০ ডিসেম্বর নয়ন মোল্লা (২৬) নামের এক যুবক খিঁচুনি, কথা বলায় জড়তা নিয়ে এতে ভর্তি হন। তার ডান হাত ও ডান পায়েও দুর্বলতা ছিল। এমআরআই স্ক্যান করার পর দেখা যায় ব্রেইনের বাম দিকে মটর এরিয়ায় একটি ক্রমবর্ধমান টিউমার।
বিশেষজ্ঞ ডাক্তার ও নয়ন মোল্লার পরিবারের সাথে আলোচনার পর জাগ্রত অবস্থায় সার্জারির সিদ্ধান্ত নেয় এ্যাপোলো হসপিটালস। নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা: মো. আলী উজ্জামান জোয়ার্দ্দারের নেতৃত্বে অপারেশন সম্পন্ন হয়।
জাগ্রত অবস্থায় সার্জারি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পুরো অপারেশনের সময় রোগী জেগে থাকেন। রোগী ডাক্তারের পরামর্শে কথা বলেন এবং হাত-পা নাড়াচাড়া করেন। এই অপারেশনের পর নয়ন মোল্লা নামের সেই যুবক কোনো নিউরোলজিক্যাল সমস্যা ঝাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা