বরিশালে মাদকসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস কারাদণ্ডে দন্ডিত হারুন অর রশিদ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হারুনের মৃত্যু হয়।
গত ১৫ জানুয়ারী হারুন অর রশিদ ও তার ছেলে রকিবুল হাসান রণিকে পুলিশ মাদকসহ গ্রেফতার করলে ভ্রাম্যমাণ আদালত পিতা-পুত্রকে ৬ মাস করে দণ্ডাদেশ দেন। তারা বরিশাল নগরীর গোরস্থান রোড এলাকার বাসিন্দা।
বরিশাল কেন্দ্রিয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে হারুন অর রশিদ অসুস্থবোধ করছিল। তাকে হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল