ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারজানা ইয়াছমিনকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস্ বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন