বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেনতেন রায় জনগণ মেনে নেবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে একটা ব্যবস্থা নিতে হবে। খালেদা জিয়া ১৬ কোটি মানুষের আশা-ভরসাস্থল তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের আইনজীবীদের পুরো কথা কেউ শোনেননি। তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তড়িঘড়ি করে নজিরবিহীনভাবে এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনোদিনই এ ধরনের অন্যায় বরদাশত করেনি।
স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার