শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
রাজশাহীতে সংবর্ধনা পেলেন আওয়ামী লীগের ২০ 'আজন্ম যোদ্ধা'
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
আওয়ামী লীগের জন্য সারাজীবন একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ায় রাজশাহীতে ২০ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাজশাহীতে আয়োজিত আওয়ামী পরিবারের মিলনমেলায় আয়োজকদের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের উপাধি দেওয়া হয় ‘আওয়ামী লীগের আজন্ম যোদ্ধা’।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান, বদিউজ্জামান, সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু মিয়া, আবদুস সামাদ, আবদুস সোবহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.অ.ম নুরুল আলম, জাতীয় কমিটির সদস্য একেএম আতাউর রহমান খান, মাহবুব জামান ভুলু ও ত্যাগী কর্মী শাহজাহান শামীম।
এছাড়াও সংবর্ধনা পেয়েছেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, রেজাউল ইসলাম সেন্টু, নাজিমুদ্দিন সরকার, আবদুস সাত্তার সরকার, ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসের আলী।
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় সংবর্ধনাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বাবু, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশের মধ্যে প্রথম রাজশাহীতেই প্রতিবছর উৎসবমুখর পরিবেশে আওয়ামী পরিবারের মিলনমেলা আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে ২০১০ সালে প্রথম এই মিলনমেলার আয়োজন করা হয়। এ বছর অষ্টমবারের মতো এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন স্তরের প্রায় তিন হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর