শিরোনাম
- থানচির বলিপাড়া থেকে অস্ত্রসহ ৩ জন আটক
- মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা, সম্পাদক আবু বক্কর
- বুড়িচংয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
- কলাপাড়ায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ
- সৌন্দর্য মেলে ধরেছে লাল শাপলা
- ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার ১৩৫৩ জন
- এনবিআরের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- বন্যায় নিরাপত্তাহীনতায় নারীরা, স্বাস্থ্যঝুঁকি ও মৌলিক চাহিদায় প্রভাব
- সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের মৃত্যু
- ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল
- জুলাই গণঅভ্যুত্থানে সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
- চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
- বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- যুক্তরাষ্ট্রে মন্দিরে যাওয়ার পথে নিহত একই পরিবারের ৪ ভারতীয়
রাজশাহীতে সংবর্ধনা পেলেন আওয়ামী লীগের ২০ 'আজন্ম যোদ্ধা'
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

আওয়ামী লীগের জন্য সারাজীবন একনিষ্ঠভাবে কাজ করে যাওয়ায় রাজশাহীতে ২০ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাজশাহীতে আয়োজিত আওয়ামী পরিবারের মিলনমেলায় আয়োজকদের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্তদের উপাধি দেওয়া হয় ‘আওয়ামী লীগের আজন্ম যোদ্ধা’।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লুৎফর রহমান, বদিউজ্জামান, সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু মিয়া, আবদুস সামাদ, আবদুস সোবহান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.অ.ম নুরুল আলম, জাতীয় কমিটির সদস্য একেএম আতাউর রহমান খান, মাহবুব জামান ভুলু ও ত্যাগী কর্মী শাহজাহান শামীম।
এছাড়াও সংবর্ধনা পেয়েছেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরী, সদস্য মোজাফফর হোসেন, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, রেজাউল ইসলাম সেন্টু, নাজিমুদ্দিন সরকার, আবদুস সাত্তার সরকার, ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেসের আলী।
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় সংবর্ধনাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুল ইসলাম বাবু, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামাউন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশের মধ্যে প্রথম রাজশাহীতেই প্রতিবছর উৎসবমুখর পরিবেশে আওয়ামী পরিবারের মিলনমেলা আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে ২০১০ সালে প্রথম এই মিলনমেলার আয়োজন করা হয়। এ বছর অষ্টমবারের মতো এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন স্তরের প্রায় তিন হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর