খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন চান। আপনারা চলমান উন্নয়ন ধরে রাখতে চাইলে শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। পদ্মা সেতু সরকারের উন্নয়নের মহাপরিকল্পনার ফল। আজ কেরানীগঞ্জে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বিশ্ববাসী জানতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে কারণেই কেবল এটা সম্ভব হয়েছে। যার ফলে আজ পদ্মা সেতু উম্মুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। বিগত বিএনপি জোট সরকার আমাদের উন্নয়নের সকল পরিকল্পনা মুছে দিয়েছিল। এ সরকারের ভালো কোনো কাজ তাদের সহ্য হয় না। তাদের সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার