শীতের শেষভাগে বসন্তে আগমনী আভাসে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে শনিবার ব্লু-বার্ড স্কুল মাঠে আয়োজিত উৎসবে বাহারী স্বাদের পিঠাপুলির পসরা সাজান উদ্যোক্তারা।
১২ বছর ধরে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এই পিঠা উৎসবের আয়োজন করে আসছে। এবার দিনভর বর্ণাঢ্য আয়োজনে তারা পালন করেছে পিঠা উৎসবের যুগপূর্তি। দিনভর নাচে-গানে উৎসব অঙ্গন মুখরিত করে রাখেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলীরা।
নগরজীবনের ব্যস্ততার ভিড়ে নবান্ন উৎসবে মাততে দিনভর অনুষ্ঠানস্থলে ছিল নানা শ্রেণী পেশার মানুষের ভিড়।
নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর পিঠা উৎসবের এমন আয়োজন করা হয়ে থাকে বলে জানান শ্রুতির সমন্বয়ক সুমন্ত গুপ্ত।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম