সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেট জেলা শাখা। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পালিত এ কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কারণে অনেক শিক্ষার্থীর পড়ালেখা শেষ করার আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যায়। ফলে মেধা থাকা সত্বেও অনেকে সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
তাই শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম