আদালতপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’র ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণের মতো সুরক্ষিত জায়গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় প্রমাণ করে হামলাকারীরা দেশের আইন-কানুনকে তোয়াক্কা করে না। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
গত বৃহস্পতিবার হত্যা মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ তার অনুসারী ৩০ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। আদালত থেকে কোর্ট হাজতে নেয়ার পথে ছবি তুলতে গেলে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের আলোকচিত্রি মামুন হাসানের উপর হামলা চালায় লিয়াকত অনুসারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সভাপতি আবদুল করিম কিম, ক্রীড়া লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা বদর, জেষ্ঠ্য সাংবাদিক ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সেভ দ্য হেরিটেজ এন্ড এনভায়রনমেন্টের সমন্বয়ক আবদুল হাই আল হাদী, লেখক ও গবেষক হাসান মোর্শেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম