সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন লেগে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
নিহতরা হলো শিশুর জাহিদ (১৩) ও নাহিদ (৬)। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রীমোহনী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাবা আতাউর রহমান দ্বিতীয় বিয়ে করায় তাদের মা জবেদা বেগম দুই সন্তানকে নিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কের তেঁতুলঝােড়া কলেজের পাশে একটি টং ঘর বানিয়ে বসবাস করতো। সেখানে বিদ্যুৎ না থাকায় তারা মোমবাতি জ্বালিয়ে নিজেদের কাজ করতো। শনিবার রাত একটার দিকে অসুস্থ জবেদা দুই সন্তানকে ওই ঘরের ভেতর তালা দিয়ে ওষুধ আনতে পার্শ্ববর্তী বাজারে যান। এসময় ঘরের ভেতরে জ্বালানো মোমবাতি থেকে হঠাৎ আগুন লেগে যায়।
আগুনে পুরো ঘরটি পুড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দু’শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহাম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে, ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোমবাতি থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু অগ্নিকাণ্ডটি দুর্ঘটনামূলক তাই এঘটনা একটি ইউডি মামলা দায়ের করা হবে।
অন্যদিকে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে এক অজ্ঞাত এক (৫০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল