সাভারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সাভারে খাগান সিটি ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধ থেকে এলাকাবাসীরা ইন্টারনেট ব্যবসায়ী ও যুবলীগ নেতা জাহাঙ্গির শিকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসী মোশারফ করিম অপু, জাকির হোসেন, মোহর আলী, হামিদ আলী, আশ্রাফ আলী, আনসার আলী, যুবদল নেতা মিনহাজ উদ্দিন মিনু, আলাউদ্দিন, মুলামদি মন্ডল ও আজিম উদ্দিনসহ জড়িত সকলের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী মিরপুর-সিএন্ডবি বাইপাইস সড়ক অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শত শত লোক রাস্তায় অবস্থান নেন এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন থেকে বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন, নিহত জাহাঙ্গির শিকদারের মামা ও ব্যবসায়ীক অংশীদার আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অপু, জাকির ও আব্বাস আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেয়ায় কয়েকবার তারা আমাদের ইন্টারনেটের তার কেটে দেয়। এসব ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় অপু মুলামদি মন্ডলের অস্ত্র দিয়ে আমাকে গুলি করার চেষ্টা করলে জাহাঙ্গীর আমাকে বাঁচানোর জন্য ঝাপিয়ে পড়ে। এঘটনায় সন্ত্রাসীরা আমাদেরকে এলোপাথারি কুপিয়ে আহত করলে আমরা হাসপাতালে ভর্তি হই। সন্ত্রাসীরা জাহাঙ্গীরের খাদ্য থলি কেটে ফেলায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল