নাগরিকদের একঘেয়েমী ও অবসাদ নিরসনে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ রাজধানীতে নির্মাণ করা হচ্ছে ‘গোসা নিবারণী পার্ক’। শনিবার ওসমানী উদ্যানে এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় ওসমানী উদ্যানে ২৯ একর জায়গার উপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোসা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোসা নিবারণী পার্ক।’
আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণ কাজ শেষ হবে বলে মেয়র জানিয়েছেন। পুরো পার্কটির চারদিক উন্মুক্ত থাকবে। এছাড়া পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য পৃথক জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল