সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাওয়ার একদফা দাবিতে বরিশালের ৬টি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারিদের ৩ দিনের অবস্থান ও কর্মবিরতির প্রথম দিন অতিবাহিত হয়েছে। রবিবার প্রথম দিন সকাল ৯টায় বরিশাল জেলার গৌরনদী, বানারীপাড়া, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কাজ ফেলে স্ব-স্ব অফিসের সামনে অবস্থান নেয়। এর ফলে পৌরসভা থেকে সকল ধরনের নাগরিক সেবা বঞ্চিত হন সাধারন মানুষ।
রবিবার প্রথম দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে গৌরনদী পৌরসভা চত্ত্বরে পৌর সচিব মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার সহকারি লাইসেন্স পরিদর্শক মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার কর আদায়কারী কে,এম, মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অনতি বিলম্বে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার দাবি জানান। দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন নেতারা।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/হিমেল