‘নব্বই’র দশকে যে পরিবারের অপকর্মের কারনে খুলনা মৃত্যুপুরী হিসেবে পরিচিতি পেয়েছে, টেন্ডারবাজিসহ সুন্দরবনে ডাকাতি-ঘের দখল যারা নিয়ন্ত্রণ করতো, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এ কারণে বিগত দিনে ষড়যন্ত্রমূলক মামলা, জেল-জুলুম সহ্য করতে হয়েছে। সিটি নির্বাচনকে ঘিরে আবারও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ’
রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন নগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম মুশফিকুর রহমান। তিনি আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনিত প্রার্থী।
লিখিত বক্তব্য পাঠকালে মুশফিক দাবি করেন, দলের নির্দেশনা অনুযায়ী তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তবে এ বিষয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা নগর জাপার আহবায়ক সুনীল শুভ রায় মুঠোফোনে জানিয়েছেন, ‘এটা দলীয় কোন বক্তব্য নয়। এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।’
উল্লেখ্য, কয়েকদিন ধরে মুশফিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও জাতীয় পার্টির নেতাকে হত্যার নানা অভিযোগে অনলাইন এবং শহরে পোস্টার করে প্রচারণা চালানো হচ্ছে।
মুশফিক বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা যখন দলের কর্মকাণ্ডে অব্যাহত রেখেছি, তখন ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে পুরনো মামলাগুলো নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব