ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গজলশিল্পী মেসবাহ আহমেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার বেলা ১১টার দিকে নটরডেম কলেজের সামনে এটিএম বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পর একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। পরে অস্ত্রের মুখে ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলে মেসবাহ তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/আরাফাত