হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকার ৬ কেজি স্বণর্সহ সৌমিক দত্ত নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট।
সোমবার সকালে এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী। এর আগে, রবিবর দিবাগত রাতে ওই স্বর্ণসহ সৌমিককে আটক করা হয়।
অথেলো চৌধুরী জানান, রাতে গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় গতিবিধি সন্দেহ হলে সৌমিকের গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে এনে কমপ্রেসারের ভেতরে লুকানো ৬ কেজি স্বণের্র দানা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। আটক সৌমিকের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব